ফেনীতে নতুন ধারার সেচ্ছাসেবী সংগঠন ‘মিশন হেল্প ফাউন্ডেশন’ এর মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কয়েকটি ধাপে পুরো জানুয়ারী মাস ব্যাপী কম্বল বিতরণ করে সংগঠনটি। এতে ব্যয় হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা। ‘একটুখানি হাত বাড়ালে, লক্ষ বাধা যায় আড়ালে’ স্লোগান নিয়ে ২০২৪ সালের আগস্টে জন্মলাভ করা সংগঠনটি ইতোমধ্যে তাদের সেবামূলক কার্যক্রমের জন্য বেশ প্রশংসিত হয়েছে। সংগঠনের সভাপতি ইমাম হোসেন সজীব জানান, ‘দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান লক্ষ্য’। সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান মাহমুদ বলেন, ‘আমাদের এই সংগঠনটি করার মূল উদ্দেশ্যই মানুষের কল্যাণে কাজ করা’। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি অবদান রাখবে বলে তিনি মনে করেন।
মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সভাপতি ইমাম হোসেন সজিব, সাধারণ সম্পাদক লোকমান মাহমুদ, সহ সাধারণ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আতিক মাহমুদ, সহ অর্থ সম্পাদক ইকবাল মাসুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ ইউনুছ, এমাম হোসেন ও আবু বক্কর সিদ্দিক রনি।
উল্লেখ্য যে, ময়মনসিংহ বিভাগের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সংগঠনটি প্রায় আড়াই লক্ষ টাকার ত্রাণ সহায়তা প্রদান করেছে।
