ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্থ ২শ ৩০ পরিবারের খাদ্য সামগ্রী উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মিশন হেল্প ফাউন্ডেশন।
শুক্রবার (২০ অক্টোবর, ২০২৪) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পূর্ব বাতিহালা ও রাক্ষসখালী গ্রামের পানিবন্ধী ২শ ৩০ পরিবারকে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ, স্থানীয় স্বেচ্ছাসেবী ও সাংবাদিকদের সহযোগিতায় দিন ব্যাপী খাদ্যসামগ্রী ও ঔষুধ প্রদান করেন মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি ও সুজন’র উপজেলা কমিটির সম্পাদক এম এ হাসান, মিশন হেল্প ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবদুল কাদের, সদস্য মোঃ ইউনুস, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, এমাম হোসেন ও জোবায়ের হোসেন মাহিম।
উল্লেখ্য যে, ২শ ৩০ পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, চিনি, মুড়ি খাবার স্যালাইন ও বিভিন্ন জরুরী ঔষুধ দেওয়া হয়েছে।
