পরশুরামে মিশন হেল্প ফাউন্ডেশন কর্তৃক বালাইনাশক বিতরণ

পরশুরাম উপজেলায় কৃষকদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বিকালে মিশন হেল্প ফাউন্ডেশন কর্তৃক এক সভা ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে আমন মৌসুমে ধানের ক্ষতিকর রোগ ও পোকামাকড় দমনে সচেতনতামূলক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও মিশন হেল্প ফাউন্ডেশনের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সুমন। এ সময় ৫০ জন কৃষকের মাঝে বালাইনাশক বিতরণ করা হয়। এ সময় মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ অর্থ সম্পাদক ইকবাল মাসুম, নির্বাহী সদস্য মোঃ ইউনুসসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

Spread the love