সদস্যের ধরন
ক) সদস্য- কেবলমাত্র জন্মসূত্রে বাংলাদেশী এবং উৎসাহিত ও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, গঠনতন্ত্রের সাথে সমমনা কর্মীগণ সংগঠনের সদস্য হতে পারবেন।
খ) সদস্যের শ্রেণীবিভাগ-নিম্নরূপ তিন প্রকারের সদস্য থাকবে:
অ) সাধারণ সদস্য: শর্তের সাথে সঙ্গতি পূর্ণ যে কোন নাগরিক ১০০/- (একশত টাকা) প্রদান সাপেক্ষে ফরম পূরণের মাধ্যমে সাধারণ সদস্য হতে পারবেন।
আ) আজীবন সদস্য: শর্তের সাথে সঙ্গতি পূর্ণ যে কোন নাগরিক ২,০০০/- (দুই হাজার টাকা) প্রদান সাপেক্ষে ফরম পূরণের মাধ্যমে আজীবন সদস্য হতে পারবেন।
ই) দাতা সদস্য: শর্তের সাথে সঙ্গতি পূর্ণ যে কোন নাগরিক ১০,০০০/- (দশ হাজার টাকা) প্রদান সাপেক্ষে ফরম পূরণের মাধ্যমে দাতা সদস্য হতে পারবেন।
সদস্য হওয়ার যোগ্যতা:
বাংলাদেশী জন্ম গ্রহণকারী যে কোনো নাগরিক নিম্ন বর্ণিত শর্তে এ সংগঠনের সদস্য হতে পারবেন।
ক) নূন্যতম ১৮ (আঠার) বছর বয়স (ভোটাধিকার)। (শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
খ) উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে (আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নহে)।
গ) সুস্থ্য মস্তিষ্কের অধিকারী হতে হবে (পাগল ও উম্মাদ নহে)।
ঘ) সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য এবং গঠনতন্ত্রের প্রতি অনুগত হতে হবে।
ঙ) নির্ধারিত মাসিক চাঁদা (যদি নির্ধারিত থাকে) ও সদস্য ফি পরিশোধ করতে হবে।
চ) সংস্থার অর্পিত দায়িত্ব সক্রিয় ভাবে পালন করতে হবে।
ছ) সমাজকল্যাণ ও মানব সেবায় নিবেদিত হতে হবে।
জ) সংগঠনের নির্ধারিত সদস্য ফরম পূরণ করে আবেদন করতে হবে।
ঝ) কার্যনির্বাহী পরিষদ কর্তৃক আবেদন গৃহীত হতে হবে।
অনলাইনে সদস্য ফরম পূরণের নিয়মাবলী :
- ফরম পূরণের আগে যে ডকুমেন্টসগুলোর সফটকপি প্রস্তুত রাখবেন : আপনার NID বা জন্ম নিবন্ধনের এর ছবি / আপনার পাসপোর্ট সাইজের মার্জিত ছবি / স্বাক্ষরের একটি ছবি।
- ফরমের প্রথম অংশে আপনার দেওয়া তথ্য অনুযায়ী পরিশোধযোগ্য টাকার অংক প্রদর্শিত হবে, উক্ত টাকা যথাযথ প্রক্রিয়ায় জমার পর পেমেন্ট ইনফরমেশন যথাযথভাবে দিয়ে ফরমের দ্বিতীয় অংশ পূরণ করবেন।
- সকল তথ্য ইংরেজীতে পূরণ করতে হবে, শুধুমাত্র নাম বাংলা / ইংরেজী উভয়ভাবে লিখতে হবে।
- যেভাবে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করবেন:
- বিকাশ/নগদ/রকেট (পারসোনাল) – 01823-727484 (ইমাম হোসেন সজীব)
- বিকাশ/নগদ/রকেট (পারসোনাল) – 01819-946680 (লোকমান)
- বিকাশ/নগদ/রকেট (পারসোনাল) – 01824-811103 (আব্দুল কাদের)
- ব্যাংক হিসাব- মিশন হেল্প ফাউন্ডেশন, হিসাব নং: 3945-101-0817, পূবালী ব্যাংক লিমিটেড, পরশুরাম উপশাখা (ফুলগাজী শাখা), ফেনী।
- অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন সহযোগীতার জন্য যোগাযোগ করুন : 01819946680
(উপরের সকল তথ্য পড়ে / বুঝে অনলাইন আবেদন এ ক্লিক করুন, অসম্পূর্ন/ত্রুটিপূর্ন আবেদন বাতিল বলে গণ্য হবে)
