পরশুরাম উপজেলায় কৃষকদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বিকালে মিশন হেল্প ফাউন্ডেশন কর্তৃক এক সভা ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে আমন মৌসুমে ধানের ক্ষতিকর রোগ ও পোকামাকড় দমনে সচেতনতামূলক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও মিশন হেল্প ফাউন্ডেশনের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সুমন। এ সময় ৫০ জন কৃষকের মাঝে বালাইনাশক বিতরণ করা হয়। এ সময় মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ অর্থ সম্পাদক ইকবাল মাসুম, নির্বাহী সদস্য মোঃ ইউনুসসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
