টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পরশুরামে ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ মানববন্ধন করেছে। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণসহ ৫ দফা দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা গেইটের সামনে পরশুরামের সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ও সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইমাম হোসেন সজীবের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সম্প্রতি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৪১ টি স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। বন্যার পানিতে ১১২ টিরও বেশি গ্রাম প্লাবিত হয় ও দেড় লক্ষাধিক মানুষ পানিপন্দি হয়ে পড়ে। ২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুসে ওঠে মানুষ।
মানববন্ধনে বক্তারা- ফেনী জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলীকে অপসারণ ও শাস্তি প্রদান, স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প একনেকে পাস করে বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান, প্রতিমাসে ফেনী পাউবো প্রকাশ্যে গণশুনানির মাধ্যমে জনগণকে বাঁধ নির্মাণ ও সংরক্ষণের তথ্য জানানো, বন্যার জন্য দায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনা ও নতুন টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণ করেন- ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব, মিশন হেল্প ফাউন্ডেশন, সাতকুচিয়া সমাজ কল্যাণ সংস্থা, প্রচেষ্টা সেচ্ছাসেবী ফাউন্ডেশন, চিথলিয়া মানব সেবা ফাউন্ডেশন, লাল সবুজ উন্নয়ন সংঘ ফেনী জেলা শাখা, শান্তির প্রদীপ ফাউন্ডেশন, বাবুইপাখি, একতাবন্ধন ফাউন্ডেশন, মানবিক টিম শালধর, সেতু বন্ধন পরশুরাম উওর বাজার, আপনজন ব্লাড ডোনার এসোসিয়েশন, রাহবার , সেবার আলো ফাউন্ডেশন, স্বপ্নচূড়া ফাউন্ডেশন বটতলী বাজার, সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বেড়াবাড়িয়া হিলফুল ফুজুল ফাউন্ডেশন, অনন্তপুর উন্নয়ন ফোরাম, আলোকিত ব্লাড ডোনার ক্লাব, মানবতার সমাজ কল্যাণ ফাউন্ডেশন বিলোনিয়া, তারুণ্যের আলো ফাউন্ডেশন, পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, সাতকুচিয়া মানবসেবা ফাউন্ডেশন, দিশারী সমাজ কল্যাণ সংস্থা, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বন্ধুর বন্ধন মানবকল্যান ফাউন্ডেশন, সিরাজিয়া জাকেরিন সংঘ, ফকিরের খিল স্বেচ্ছাসেবী সংগঠন, কুন্ডেরপাড় নওজোয়ান সমিতি, হযরত ইমাম হোসাইন ইসলামি সমাজ কল্যাণ সংস্থা, উত্তর রাযষপুর ইসলামী দেশ ও প্রবাস কল্যাণ সমিতি, ঐক্যবদ্ধ যুব-তরুণ সংঘ, সলিয়া একতা সংঘ ক্লাব, ইয়াং ষ্টার ক্লাব, কুঁড়েঘর ফাউন্ডেশন, আমাদের গ্রাম পশ্চিম সাহেব নগর নোয়াপুর দূর্গাপুর যুব সংঘ, আমরা বন্ধু একতা, ঐক্য, বটতলী বাজার, কোলাপাড়া স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরি, মানবতার বাতিঘর, বেড়াবাড়িয়া প্রবাসী কল্যাণ সংস্থা, সাতকুচিয়া হিলফুলফুযুল ইসঃ সংস্থা, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক, পরশুরাম উন্নয়ন ফোরাম, সমাজ কল্যাণ পরিষদ নরনীয়া মুন্সিরখীল, মনিপুর জনকল্যাণ সংস্থা, দ্যা স্টুডেন্ট এসোসিয়েশান অব মালিপাথর, ঐক্যবদ্ধ যুব তরুণ সংঘ, রামপুর ইয়ুথ ফাউন্ডেশন, প্রতিভা ফাউন্ডেশন, শালধর লাল সবুজ সংঘ, ইসলামী যুব কল্যাণ সংস্থা বটতলী বাজার, পরশুরাম পৌরসভা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি পরশুরাম উপজেলা ও চারগ্রাম একতা সংঘ।
মানববন্ধনে বক্তব্য রাখেন – পশ্চিম অলকায় মূহুরী নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ঘর হারা মাসুম চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠক শাসুল আলম শাকিল, মো মোস্তফা, কাজী ইউছুফ বাপ্পি, হাকিম আলী জয়, চৌধুরী রাকিব, এনামুল করিম আজাদ, মাওলানা মোহাম্মদ আবু তাহের ভূঁঞা, মো নাঈম, মো ইউনুছ, শাহিদুল আফসার, আবদুল কাদের, আবু হানিফ হেলাল প্রমুখ।
